খেলাধুলা

নিজের পকেট থেকে না গেলে, বেতন কাটার কথা বলা খুবই সহজ

করোনাভাইরাসের কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে খেলোয়াড়দের বেতন কাটার কথা ভাবতে শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও তাদের এই ভাবনায় একদমই সায় দেয়নি ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিএফএ।।

Advertisement

তারা সাফ জানিয়েছে, প্রয়োজনে খেলোয়াড়রা অনুদান দেবে করোনা মোকাবিলায়, কিন্তু বেতনের অংশ কেটে রাখার যৌক্তিকতা নেই। ইংল্যান্ডের ক্রিকেটারদের সংগঠন যখন এই কথা বলছে, তখন ঠিক ভিন্ন সুরেই কথা বলেছেন ভারতের ক্রিকেটারদের সংগঠনের প্রধান অশোক মালহোত্রা।

ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত খেলোয়াড়দের বেতন কাটার ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। কিন্তু ক্রিকেটারদের সংগঠনের প্রধান অশোক এরই মধ্যে খেলোয়াড়দের জানিয়েছেন, বেতন কাটার ব্যাপারে প্রস্তুত থাকতে এবং এমন সিদ্ধান্ত এলে যেন তারা রাজি হয়ে যায়।

আগবাড়িয়ে মালহোত্রার এমন মন্তব্যে ক্ষেপেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। ভারতীয় দৈনিকে লেখা নিজের কলামে রীতিমতো ধুয়ে দিয়েছেন মালহোত্রাকে। জানিয়েছেন, নিজের পকেট থেকে গেলে বেতন কাটার কথা আর ভালো লাগত না মালহোত্রার।

Advertisement

গাভাস্কার লিখেছেন, ‘যেকোন খেলাতেই সাধারণ বিষয় হলো, আপনি না খেললে টাকা পাবেন না। এমনটাই তো হয় সবসময়। আমি অবাক হয়েছি ভারতীয় ক্রিকেটারদের সংগঠনের প্রধানের কথায়। যেখানে তিনি বলেছেন, ভারতের আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন কেটে রাখা উচিৎ।’

তিনি আরও লিখেছেন, ‘যেকেউ বুঝতে পারবে যে, তিনি (মালহোত্রা) হয়তো বিসিসিআইয়ের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু কোন প্রেক্ষাপটে তিনি বেতন কাটার কথা বলছেন? আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা প্লেয়ার্স বডির অংশ নয়, তাই তিনি ওদের পক্ষে কথা বলতে পারেন না। নিজের পকেট থেকে না গেলে, বেতন কাটার কথা বলা খুবই সহজ।’

এসএএস/এমএস

Advertisement