পঞ্চগড় পৌর এলাকার আট পয়েন্টে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে। কিন্তু করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব না মেনেই চাল কিনতে ভিড় জমালেন স্থানীয়রা।
Advertisement
রোববার (০৫ এপ্রিল) সকালে জেলা সদরের তেঁতুলিয়া রোড এলাকায় চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু তাদের সামনেই ১০ টাকা কেজি দরের চাল কিনতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলা সদরে সপ্তাহে তিনদিন আটজন ডিলারের মাধ্যমে ৩০ টন চাল বিক্রি করা হবে। একজন ডিলার প্রতিদিন প্রায় ২৫০ জন মানুষের মাঝে এক হাজার ২৫০ কেজি চাল বিক্রি করবেন।
Advertisement
জেলা শহরের মসজিদ পাড়া মহল্লার কর্মজীবী মো. রানা বলেন, ১০ দিন ধরে কাজ নেই। পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে আছি। খবর পেয়ে ১০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল নিতে এসেছি। করোনা ঝুঁকিতে সামাজিক দূরত্বের কথা ভাবলে তো চাল না কিনে খালি হাতে বাড়ি ফিরতে হবে।
সফিকুল আলম/এএম/এমএস