খেলাধুলা

মেরাজের ঘূর্ণিতে খুলনার জয়

জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের বিপক্ষে মেহেদী হাসান মেরাজের দুর্দান্ত বোলিংয়ে দারুণ জয় পেয়েছে খুলনা বিভাগ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে দলকে ১৩ রানের জয় এনে দেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ অধিনায়ক।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিন ৬ উইকেটে ৫৮ রান নিয়ে খেলতে নামে রংপুর। মঙ্গলবার সকালে নাঈম ইসলাম এবং ধিমান ঘোষ দায়িত্বশীল ব্যাটিং করে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন। ৬২ রানের জুটি গড়ার মুরাদের বলে নাঈম এলবিডব্লিউর ফাঁদে পড়লে আবার বিপদে পড়ে যায় তারা। শেষ দিকে ধিমান একাই লড়ে গেলেও ম্যাচ রক্ষা করতে পারেনি রংপুর। এদিন বিপজ্জনক হয়ে ওঠা ধিমান এবং আরিফুল হককে ফিরিয়ে খুলনাকে জয়ের বন্দরে নিয়ে যান মেরাজ। জিয়া রংপুরের শেষ ব্যাটসম্যান হিসাবে সাদ্দামকে ফিরালে ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মিরাজ। এছাড়া নাঈম ইসলাম করেন ৩৮ রান। খুলনার পক্ষে ৫৩ রানে ৪টি উইকেট পান মেহেদী হাসান মেরাজ। এছাড়া আব্দুর রাজ্জাক ৯৭ রানে নেন ৪টি উইকেট।সংক্ষিপ্ত স্কোর:খুলনা প্রথম ইনিংস: ৬৪.৩ ওভারে ২১১ (মেহেদি হাসান মিরাজ ৬৩, এনামুল ৪১, তুষার ৩২; সঞ্জিত ৩৭/৪, শুভ ৮১/৪, তানভীর ৪৫/২)।খুলনা দ্বিতীয় ইনিংস: ৭৪.৫ ওভারে ২০৮ (মেহেদী ৪১, মেরাজ ৩৩, এনামুল ৩১, তুষার ২৯; সঞ্জিত ৬৪/৭, সাজেদুল ২১/১, শুভ ৫৯/১, তানভীর ৫৯/১)।রংপুর প্রথম ইনিংস: ৯৮.২ ওভারে ২২০ (নাসির ৯৬, শুভ ২৪, নাঈম ৪৪, ধীমান ২০; মেহেদি ৫০/৬, রাজ্জাক ৭৭/৪)।রংপুর দ্বিতীয় ইনিংস: ৮৮.৪ ওভারে ১৮৬ (ধিমান ৫৬,  নাঈম ৩৮, আরিফুল ২০, নাসির ১৭; মেরাজ ৫৩/৪,রাজ্জাক ৯৭/৪, জিয়া ৪/১, মুরাদ ২৩/১)।আরটি/এএইচ/পিআর

Advertisement