লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের প্রায় এক মাসেও উদ্ধার হয়নি নয়ন মনি নিপা (৭) ও সাজেদুল ইসলাম (৮) নামে দুই শিশু। শিশু সন্তান হারিয়ে পরিবার দুটি দিশেহারা হয়ে পড়েছে।সম্প্রতি মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে মুক্তিপণ দাবি করায় স্বজনদের দুশ্চিন্তা আরো বেড়ে যায়। শিশু দুটি তিস্তা নদীতে গোসল করতে গিয়ে হারিয়ে গেছে নাকি অপহরণ করা হয়েছে এমন ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বাড়ির অদূরে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে হারিয়ে যায় হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে নয়ন মনি নিপা (৭) ও তার আত্মীয় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মতিয়ার রহমানে ছেলে সাজেদুল ইসলাম (৮)।নিপা পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী আর সাজেদুল বুড়িমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে না পেয়ে হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু সম্প্রতি শিশু দুটিকে ফেরত দেয়া হবে মর্মে অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে তিন লক্ষ টাকা দাবি করে ক্ষুদে বার্তা আসে নিপার ভাই রুবেলের মুঠোফোনে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।রুবেল মিয়া জাগো নিউজকে জানান, আমার মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে আমাদের কাছে থেকে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হয়েছে। এতে তারা নিপা ও সাজেদুলকে ফিরিয়ে দেবেন বলে জানান। পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিয়ার রহমান জাগো নিউজকে বলেন, শিশু দুটি নদীতে গোসল করতে গিয়ে হারিয়ে গেছে বলে শুনেছি। হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান শিশু দুটি নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।রবিউল হাসান/এমজেড/আরআইপি
Advertisement