রাজনীতি

সোহরাওয়ার্দী হাসপাতালে মাস্ক ও পিপিই দিল উত্তর আ.লীগ

করোনা ভাইরাস প্রতিরোধে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে মাস্ক ও পিপিই দিয়েছে ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ।

Advertisement

রোববার (৫ এপ্রিল) হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের নেতারা।

ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি হাসপাতালে স্বাস্হ্যকর্মীদের সুরক্ষায় এসব সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুল হক রানা।

Advertisement

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরতদের জন্য ২৫০ পিপিই ও ৩০০০ মাস্ক তুলে দিয়েছি। আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই চিকিৎসা সেবায় নিয়োজিতদের ব্যবহারের জন্য এসব সামগ্রী পৌঁছে দিয়েছি।

এইউএ/এএইচ/এমএস