ঢাকার সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে এমন সন্দেহে ৯০ বছরের এক বৃদ্ধকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি জানান, শনিবার দুপুরে জ্বর, সর্দি-কাশি নিয়ে ওই বৃদ্ধ চিকিৎসা নিতে আসেন। গত সাতদিন থেকে তার জ্বর, সর্দি-কাশি থাকায় করোনা সন্দেহে তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া সাভারের আমিনবাজার এলাকার এক নারীর শরীরে একই উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের দু'জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে তারা করোনায় আক্রান্ত কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ে এক যুবককে আইসোলেশনে রাখা হয়েছে এবং আরও দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
Advertisement
এ ব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ড. নূর রিফাত আরা বলেন, গতকাল আইসোলেশনে একজনকে ভর্তি করা হয়েছে তার শরীরের অবস্থা এখন ভালো আছে।
আল-মামুন/এফএ/পিআর