দেশজুড়ে

স্বয়ংক্রিয় সৌর বিদ্যুতে আলোকিত চরভদ্রাসন

রাতের অন্ধকারে আর দিনের আলোতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বলছে-নিভছে বিদ্যুতের বাতি। আর সেই আলোতে আলোকিত হচ্ছে ফরিদপুরের চরভাদ্রাসন উপজেলার বাজার এলাকা। উপজেলার থানা রোড থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক হয়ে হাসপাতাল পর্যন্ত রাস্তার পাশ ঘেঁষে স্থাপন করা হয়েছে ৬০টি সৌর প্যানেল স্ট্রিট লাইট। যার আলোতে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়েছে বাজারের রাস্তা ঘাট ও অলি-গলি। লাইটগুলো দিনের আলো শেষে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠে এবং ভোর বেলায় বন্ধ হয়ে যায়। রোড ল্যাম্পগুলি জ্বালাতে এবং বন্ধ করতে কোনো লোকের প্রয়োজন হয় না। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমন চৌধুরী (নিক্সন) এমপির এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে চরভদ্রাসনের সর্বস্তরের জনগণ।তিনি উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি চরভদ্রাসন সদর বাজারকে আলোকিত করতে নিয়েছেন একটি ব্যতিক্রমী  উদ্যোগ। এ ব্যাপারে এমপি নিক্সন চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার ব্যক্তিগত চিন্তা-চেতনা থেকে সরকারি তহবিলের টাকা দিয়ে এমন একটি উদ্যোগ নিয়েছি। চরভদ্রাসন বাজারটি অনেক বড় এখানে অনেক রাত পর্যন্ত মানুষ জীবন-জীবিকার তাগিদে প্রয়োজনীয় কাজকর্ম করতে আসে। ঐতিহ্যবাহী এ বাজারটি আলোকিত থাকলে লোডশেডিং হলেও অন্ধকার বাজারে জনসাধারণের চলাচল করতে পারবে। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা ব্যাবস্থারও উন্নয়ন ঘটবে। তিনি আরো বলেন, গত সপ্তাহে বাজারটি পরিদর্শন করে এসেছি। এছাড়া চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুরের গুরত্বপূর্ণ প্রতিটি বাজারে পর্যায়ক্রমে সৌর বিদ্যুৎতের লাইট দিয়ে আলোকিত করা হবে। এস এম তরুন/এআরএ/পিআর

Advertisement