করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সব গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
Advertisement
রোববার (৫ এপ্রিল) সকালে ফেরদৌস আহমেদ উজ্জ্বল নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল হক রোকন নোটিশটি পাঠান।
সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, শিল্প ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিজিএমইএ সভাপতি, এফবিসিসিআই সভাপতিকে বিবাদী করে সরকারি ইমেইল নম্বরে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অতিরিক্ত ভিড় না করার কথা বলা হয়েছে। এ আইনের ধারা ৫৬ এর (১) উপধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকক্ষে উহাতে কর্মরত শ্রমিকগণের স্বাস্থ্য হানি হয়-এই প্রকার অতিরিক্ত ভিড় করা যাইবে না। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩৪-এ জবরদস্তি-শ্রম নিষিদ্ধ করা হয়েছে।
Advertisement
নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের সব গার্মেন্টস প্রতিষ্ঠান আগামী ১১ এপ্রিল পর্যন্ত শ্রমিকদের স্বাস্থ্যের কথা বিবেচনায় বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সরকারের ঘোষিত নীতি অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত শ্রমিকদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করার বিষয়ে নির্দেশ দেয়ার কথা বলা হয়েছে।
অ্যাডভোকেট আরিফুল হক রোকন বলেন, বিজিএমইএ সভাপতি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ রাখতে শুধুমাত্র আহ্বান জানিয়েছেন। আর আমরা সব গার্মেন্টস কারখানা বন্ধের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।
এফএইচ/এসআর/পিআর
Advertisement