আন্তর্জাতিক

লকডাউন: উপকার করতে গিয়ে বিপদ ডেকে আনছেন ‘অতিকড়া’ পুলিশ সদস্যরা

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই মোতাবেক লকডাউন জারি করেছে ভুক্তভোগী প্রায় সব দেশ ও অঞ্চল। কোয়ারেন্টাইন অমান্য করলেই আটক করা হচ্ছে, দেয়া হচ্ছে জেল-জরিমানা। তবে অনেক ক্ষেত্রেই এসবে হিতে-বিপরীত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের শিকার নিউ ইয়র্ক। সেখানেও মহামারি রোধে লকডাউন চলছে। আর এ নির্দেশনা বাস্তবায়ন করতে বেশ কড়া অবস্থানে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। তবে এ দায়িত্ব পালন করতে গিয়ে তারা কিছু কিছু ক্ষেত্রে বিপদ আরও বাড়িয়ে তুলছেন, এমনকি নিজেদেরও ঝুঁকিতে ফেলছেন।

নিউ ইয়র্ক সিটিতে এ পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় দুই হাজার। ইতোমধ্যে শহরটির অন্তত ১৪শ’ পুলিশ কর্মকর্তার শরীরেও ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস, মারা গেছেন ১০ জন।

ধারণা করা হচ্ছে, দায়িত্বপালনকালেই করোনা আক্রান্ত হয়েছেন এসব পুলিশ কর্মকর্তা। কারণ পর্যাপ্ত উপকরণের অভাবে অনেক সময় মাস্ক-গ্লাভস ছাড়াই জনসাধারণের সংস্পর্শে যেতে হচ্ছে তাদের। এতে শুধু পুলিশ সদস্যরাই আক্রান্ত হচ্ছেন তা নয়, ঝুঁকি বাড়ছে আটক ব্যক্তিদেরও।

Advertisement

সম্প্রতি লকডাউন নিদের্শনা অমান্য করায় আটক করা হয় ৩৭ বছর বয়সী এক নারীকে। তার দাবি, কিছুদিন আগে তিনি ও তার প্রেমিক বেডফোর্ড-স্টুভিসেন্ট এলাকায় অনিচ্ছাকৃতভাবে ২৫ জনের একটি ভিড়ের মধ্যে পড়েছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়। পুলিশের যে দলটি তাদের আটক করে, তাদের কারও কাছেই মাস্ক-গ্লাভস ছিল না। পরে তাকে আরও কয়েক ডজন নারীর সঙ্গে নোংরা একটি সেলে আটকে রাখা হয়।

এভাবে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ছাড়াই জনসাধারণের শারীরিক সংস্পর্শে আসা এবং আটক ব্যক্তিদের একসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের পুলিশিং অ্যান্ড সোশ্যাল জাস্টিস প্রজেক্টের প্রধান অ্যালেক্স ভিটেল বলেন, পুলিশরাও করোনায় আক্রান্ত হওয়া ও এটি ছড়িয়ে দেয়ার ঝুঁকিতে রয়েছেন। একারণে তাদেরও সামাজিক দূরত্ব মেনে চলা দরকার।

সূত্র: ডেইলি মেইল

Advertisement

কেএএ/পিআর