আন্তর্জাতিক

করোনায় ইংল্যান্ডে মৃতদের ৯২ শতাংশ ষাটোর্ধ্ব, অনূর্ধ্ব-২০ পাঁচজন

করোনা সংক্রমণের পর থেকে যুক্তরাজ্যের সবচেয়ে ভয়াবহ দিন গেছে শনিবার। এদিন দেশটিতে রেকর্ড ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৩ জন। এসব মৃত্যুর সিংহভাগই ঘটেছে ইংল্যান্ডে।

Advertisement

ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইংল্যান্ডের তথ্যমতে, সেখানে মৃত ৩ হাজার ৯৩৯ জনের মধ্যে ৯২ শতাংশের বয়স ৬০-এর ওপর। ৩৯ শতাংশের বয়স ৬০ থেকে ৭৯-এর মধ্যে।

দেশটিতে মৃত সাত শতাংশের বয়স ৪০ থেকে ৫৯ বছর। ০.৮ শতাংশের ২০ থেকে ৩৯ বছর এবং ০.১ শতাংশ ২০ বছরের নিচে।

এনএইচএসের হিসাবে, ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়ে ৮০ বছর বয়োসোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন ২ হাজার ৭১ জন। ১ হাজার ৫৪৯ জনের বয়স ছিল ৬০ থেকে ৭৯ বছর, ২৮২ জনের ৪০ থেকে ৫৯ এবং পাঁচজনের বয়স ২০-এর নিচে।

Advertisement

শনিবার ইংল্যান্ডের বাইরে যুক্তরাজ্যে মারা গেছেন আরও ৩০৩ জন। এদের মধ্যে স্কটল্যান্ডে ১২৬, ওয়েলসে ১৪১ ও নর্দার্ন আয়ারল্যান্ডে ছিলেন ৩৬ জন।

সূত্র: ডেইলি মেইল

কেএএ/পিআর

Advertisement