অর্থনীতি

ব্যাংকারদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটির সময় ব্যাংকগুলো সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু অফিসে যেতে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হচ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

Advertisement

তাই তাদের চলাচলে বাধা না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী সচিব বরাবর পাঠানো হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ব্যাংক কর্মকর্তাদের অফিস যাওয়ার সময় রাজধানীর বিভিন্ন জায়গায় চলাচলে বাধা সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে করে বিপাকে পড়েন ব্যাংক কর্মকর্তারা। তাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আগামী‌তে যেন পড়তে না হয়, এজন্য স্বরাষ্ট্র সচিবকে প্র‌য়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নর চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির সময় আর্থিক চাহিদা মেটানো বেতন-ভাতা পরিশোধ অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য চালু এবং জ্বালানি ও খাদ্য সরবরাহ নিশ্চিত রাখতে ব্যাংক খোলা রাখতে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলোকে সীমিত আকারে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের যাওয়ার লক্ষ্যে যাতায়াত ব্যবস্থা সুগম রাখা আবশ্যক।

Advertisement

এমন অবস্থায় সাধারণ ছুটি চলাকালীন ব্যাংক কর্মকর্তাদের যাতায়াত ও পরিবহনে কোনোরকম বাধার সম্মুখীন না হন, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হচ্ছে।

এসআই/এমএসএইচ