আন্তর্জাতিক

কাতারে করোনা আক্রান্তের সংখ্যা ১৩শ ছাড়াল

কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩শ ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে দুজন বাংলাদেশিসহ মৃত্যু হয়েছে তিনজনের।

Advertisement

কাতারে করোনাভাইরাসে হয়ে এক সপ্তাহের মধ্যে দুজন বাংলাদেশির মৃত্যু হওয়ায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে প্রবাসীদের। দেশটির স্বাস্থ্যসেবার মান উন্নত হওয়ায়, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া পরামর্শ প্রবাসীদের।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন প্রবাসীরা।

কাতার প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী শাপলা রুখসানা জাহিদ বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি। প্রয়োজন ছাড়া প্রবাসীদের বাসা থেকে বাইরে বের না হওয়ার আহ্বার তার।

Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। কোয়ারেন্টাইনে থাকা ও করোনা আক্রান্ত অভিবাসী শ্রমিকদের বেতন সরকারের পক্ষ থেকে প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) নতুন করে ২৫০ জনসহ দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩২৫ জন। কাতারে এ পর্যন্ত ৩২ হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের অন্তত ১০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমএসএইচ

Advertisement