বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই। দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।
Advertisement
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে অনুযায়ী নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত একদিনে সেখানে করোনায় আক্রান্ত ৬৩০ রোগী মারা গেছেন। এ নিয়ে শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৫৬৫।
শুধু মৃত্যু নয় আক্রান্তের দিক দিয়েও যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের অবস্থান সবার উপরে। সেখানে কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা এখন ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন। এরমধ্যে শুধু নিউইয়র্ক শহরেই আক্রান্ত ৬৩ হাজার ৩০৬; মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের।
করোনাভাইরাস নিয়ে প্রতিদিন ব্রিফিং করছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। কেন্দ্রীয় সরকারের সাহায্য চাচ্ছেন প্রতিনিয়ত। তিনি আজকের ব্রিফিংয়ে বলেছেন, আগামী ৪ থেকে ১৪ দিনের মধ্যে বিশ্বের যেকোনো স্থানের চেয়ে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হতে পারে।
Advertisement
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। সবশেষ খবর অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৮৯৬ জন মারা গেছেন। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। চিকিৎসা সরঞ্জামের সংকটে পড়েছে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির এই দেশ।
এসএ