চট্টগ্রাম ও কক্সবাজারে করোনা আক্রান্ত দুইজনের একজন ওমরা ফেরত ও একজন তার সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। এ কারণে বাকি আরও বিপুল সংখ্যক ওমরা ফেরত ব্যক্তি করোনা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে এ আশঙ্কা জানিয়ে সংবাদ প্রকাশের দুই ঘন্টার মাথায় চট্টগ্রামে ওমরা ফেরতদের আলাদা তালিকা তৈরির কথা জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জাগো নিউজকে বলেন, ‘বিদেশ থেকে ফেরত ব্যক্তিদের একটি তালিকা আমরা করেছিলাম। এখন যেহেতু ওমরা ফেরত ব্যক্তিদের দ্বারা করোনা সংক্রমণের একটি বিষয় সামনে এসেছে তাই আমরা গত কয়েকমাসে শুধুমাত্র ওমরা ফেরতদের একটি আলাদা তালিকা করছি। ইতোমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে।’
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় ওমরা ফেরত ব্যক্তিরা করোনা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে এ আশঙ্কা জানিয়ে চট্টগ্রামে ওমরাফেরতদের নিয়ে শঙ্কা শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ।
ওমারা থেকে এসেছেন এমন ব্যক্তির এলাকায় জনগণকে সচেতন করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিঠিও যাবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শহরের ওয়ার্ড কাউন্সিলর ও গ্রামের জনপ্রতিনিধিদের চিঠি দেওয়ার ব্যবস্থা নিয়েছি। তারা যাতে বিদেশ ও ওমরা ফেরতদের সঙ্গে মেলামেশা ও মসজিদে অবস্থানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। আগামীকাল থেকে এই সব চিঠি তাদের কাছে পৌঁছানো শুরু হবে।’
Advertisement
জনগণের অসচতেনতা নিয়ে তিনি বলেন, ‘আসলে আপনি কাকে সাসপেক্ট করবেন? আমরা তো তাদের সবাইকেই কোয়ারেন্টাইনের শর্তেই ছেড়েছিলাম। কিন্তু উনরা গিয়েই সমাজে মিশে গেছেন। এখন আমরা আবারো ওমরা ফেরতদের তালিকা তৈরির কাজ শুরু করছি। এর বাইরে যারা তাদের সংস্পর্শে এসেছিলেন তাদেরও ট্রেস করার চেষ্টা চলছে। মানুষেকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। বাজারে-মসজিদে কোথাও ঠেকিয়ে রাখা যাচ্ছে না। এভাবে হলে সামাজিক সংক্রমণ ঠেকিয়ে রাখা যাবে না।’
এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি চট্টগ্রামের মানুষদের নিজ নিজ এলাকায় ওমরা ফেরতদের বিষয়ে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের সম্পর্কে যেকোনো তথ্য স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কাছে জানাতে বলেছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে প্রথম করোনাভোইরাসে আক্রান্ত রোগীর মেয়ে, মেয়ের জামাই ও মেয়ের শাশুড়ি সৌদি আরব থেকে থেকে ওমরা করে ফেরেন গত ১২ মার্চ। এর ঠিক ৯ দিনের মাথায় বাবা অর্থাৎ চট্টগ্রামে প্রথম করোনাভোইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর শরীরে করোনার লক্ষণ দেখা দিতে শুরু করে। নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
এনএফ/এমএসএইচ
Advertisement