মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে ১০ জনকে জরিমানা ও কয়েকজনকে রোদে দাঁড় করিয়ে শাস্তি দেয়া হয়েছে।
Advertisement
শনিবার (০৪ এপ্রিল) শহরের পুরাতন বাজারে তাদের এ জরিমানা ও শাস্তি দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
এ সময় মাস্ক না পরায় ১০ জনকে এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে কয়েকজনকে রোদে দাঁড় করিয়ে রাখেন সেনাবাহিনী। পরে মাস্ক পরে বের হওয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। পাশাপাশি সবাইকে সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ/এএম/জেআইএম
Advertisement