স্বাস্থ্য

বিএসএমএমইউয়ের বহির্বিভাগ রোববার থেকে খোলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগের সব কার্যক্রম রোববার (৫ এপ্রিল) থেকে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

আগের মতো সব বহির্বিভাগের কার্যক্রম সকাল ৮টা ৩০ মিনিট হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এদিকে বিএসএমএমইউ হাসপাতালের (বেতার ভবনের দ্বিতীয়তলা) ভাইরোলজি বিভাগের তত্ত্বাবধানে ফিভার ক্লিনিক ল্যাবরেটরিতে গত বৃহস্পতিবার ও আজ শনিবার দুদিনে করোনাভাইরাস সন্দেহে ৯০জন রোগী চিকিৎসা গ্রহণ করতে আসেন।

Advertisement

তাদের মধ্যে ২১ জনের নমুনা করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল আইইডিসিআরে পাঠিয়ে দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।

এমইউ/জেডএ/এমকেএইচ