বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের এক সময়ের তুমুল জনপ্রিয় নাটক ছিল ‘কোথাও কেউ নেই’। নাটকটিতে বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। মুনা চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তফা। নাটকে দেখা যায় মুনাকে ভীষণ পছন্দ করেন বাকের ভাই। তবে মুনা এড়িয়ে যান তাকে। ওই নাটকে শেষ পর্যন্ত বাকের ভাইয়ের ফাঁসি হয়।
Advertisement
মজার ব্যপার হলো, এবার দেখা মিলবে নতুন সেই সব চরিত্রের। ‘কোথাও কেউ নেই’ নাটকটি আবারো প্রচার করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন। আগামী সোমবার থেকে ধাোবাহিক নাটকটি প্রচার শুরু হচ্ছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ।
এরপর দর্শক নন্দিত ‘বহুব্রীহি’ নাটকটিও প্রচারের পরিকল্পনা আছে বলে জানান বিটিভির মহাপরিচালক। হুমায়ূন আহমেদের লেখা এ ধারাবাহিক প্রযোজনা করেন নওয়াজিশ আলী খান।
হারুন-অর-রশীদ বলেন, ‘নব্বইয়ের দশকের দর্শকরা ‘কোথাও কেউ নেই’ নাটকটি দেখতেন মুগ্ধ হয়ে। ‘বাকের ভাই’ চরিত্রটির কথা এখনো মনে রেখেছেন মানুষ। করোনাভাইরাস প্রতিরোধে মানুষ এখন ঘরবন্দি। তাদের বিনোদনের জন্য আবারও আমরা নাটকটি প্রচার শুরু করছি।
Advertisement
নাটকটিতে বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদীসহ আরো অনেকে অভিনয় করেন।
অন্যদিকে ১৯৮৮-৮৯ সালে বিটিভির ‘বহুব্রীহি’ ধারাবাহিকটিও সাড়া ফেলেছিল। একটি পরিবারকে ঘিরে আবর্তিত হওয়া এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফ প্রমুখ।
এমএবি/এমকেএইচ
Advertisement