অর্থনীতি

১১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মূসক সম্মাননা

২০১৪ জাতীয় মূসক সপ্তাহে ঢাকাসহ জেলা পর্যায়ে ১১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মূসক সম্মাননা দেওয়া হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধের জন্য এ সম্মাননা দেওয়া হয়। সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত) বিধান অনুসারে এ সম্মাননা দেওয়া হয়।বৃহস্পতিবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে সর্বোচ্চ মূসক প্রধানকারীকে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন আলোচনা সভার প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।১১৩ ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদনে ৩৭, সেবায় ৩৯ ও ব্যবসায় ৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে ৯ ও জেলা পরায়ে ১১৩ সহ মোট ১২২ প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।উৎপাদনে ৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠান হলো-

Advertisement

ঢাকার মেসার্স কাজী এন্টারপ্রাইজ লি., মুন্সীগঞ্জ এ এম অটো ব্রিকস, নারায়ণগঞ্জ পারটেক্স পেপার মিলস লি., নরসিংদী মেসার্স টেকনো ড্রাগস, গাজীপুর মেসার্স রেডিয়েন্ট ফার্মা লি.। ময়মনসিংহ ‍আকিজ সিরামিকস লি., টাঙ্গাইল মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লি., জামাপুর মেসার্স কনজ্যুমার ব্যান্ডস প্রা. লি., নেত্রকোনা হীরা সোপ ফ্যাক্টরী, চট্টগ্রাম দি কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডিস কো. (বিডি) লি.।রাঙ্গামাটি বিএফআইডিসি লাম্বার প্রসেসিং কমপ্লেক্স, ফেনী মেসার্স আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরী লি., নোয়াখালী গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরী মিল্ক লি., ব্রাক্ষণবাড়িয়া আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লি.। লালমনিরহাট মেসার্স আকিজ বিড়ি ফ্যাক্টরী লি., দিনাজপুর মেসার্স মির্জা ওভেন ব্যাগ প্রা. লি., নীলফামারী মেসার্স গ্লোরী সিরামিকস প্রা. লি., যশোর মেসার্স রেসকো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরী, কুষ্টিয়া বিআরবি কেবল ইন্টা. লি.।সিলেট খাদিম সিরামিক লি., হবিগঞ্জ মেসার্স আরএকে পেইন্টস (প্রা.) লি., সুনামগঞ্জ মেসার্স শাহ কবির লাইম, রাজশাহী সপুরা সিল্ক মিলস লি., বগুড়া আজাদ পাল্প অ্যান্ড পেপার মিল, পাবনা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি.। সিরাজগঞ্জ বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি, নওগাঁ হোসাইন ফুডস ইন্টাস্ট্রি, জয়পুরহাট জয়পুরহাট সুগার মিলস লি., চাঁপাইনবাবগঞ্জ ঈগলু ফুডস লি., নাটোর কিষোয়ান এগ্রো প্রোডাক্টস লি., খুলনা আবদুল্লাহ ব্যাটারি কো. প্রা. লি.।বাগেরহাট দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লি., সাতক্ষীরা ইয়াকিন পলিমার লি., বরিশাল মেসার্স মোহাম্মাদী ইলেকট্রিক ওয়ারস অ্যান্ড মাল্টি প্রোডাক্টস লি., পিরোজপুর মেসার্স হাসান রাব্বি এন্টারপ্রাইজ ও বরগুনা মেসার্স হক কেমিক্যাল ওয়াকর্স। সেবায় ৩৯ ব্যক্তি-প্রতিষ্ঠান হলো, ঢাকার ধানমন্ডি পারসোনা হেয়ার এন্ড বিউটি লি., মুন্সীগঞ্জ পদ্মা রিসোর্ট, নারায়নঞ্জ পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রি লি., নরসিংদী ড্রীম হলিডে লি., গাজীপুর মেসার্স ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট।ময়মনসিংহ হোটেল আমির ইন্টারন্যাশনাল, মানিকগঞ্জ রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, টাঙ্গাইল এলেঙ্গা রিসোর্ট লি., জামালপুর নতুন কুঁড়ি কোচিং সেন্টার, নেত্রকোনা গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার, চট্টগ্রাম মেসার্স কে সি জে এন্ড এসোসিয়েটেড লি.। ফেনী মেসার্স বনফুল এন্ড কো., নোয়াখালী আমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, ব্রাক্ষণবাড়িয়া ক্যাফে আবদুল্লাহ, রংপুর মেসার্স নিটল মটরস লি., পঞ্চগড় মেসার্স এস এম ক্যাবল নেটওয়ার্ক, গাইবান্ধা মেসার্স নিবারণ চন্দ্র সাহা।যশোর ও সিলেট গ্রীন লাইন পরিবহন, ফরিদপুর বাগাট রাজ কুমার মিষ্টান্ন ভান্ডার, নড়াইল শাহাবাজ টুরিজম, হবিগঞ্জ মেসার্স আদি গোপাল মিষ্টান্ন ভান্ডার, মৌলভীবাজার মেসার্স হোটেল টি টাউন, সুনামগঞ্জ লতিফা কমিউনিটি সেন্টার। রাজশাহী রাজশাহী মিষ্টান্ন ভান্ডার, বগুড়া পর‌্যটন মোটেল, পাবনা বনলতা সুইটস অ্যান্ড বেকারি, সিরাজগঞ্জ ধানসিঁড়ি দই ঘর, নওগাঁ স্টুডেন্ট কোচিং হোম, জয়পুরহাট করতোয়া কুরিয়ার সার্ভিস।চাঁপাইনবাবগঞ্জ আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নাটোর নাটোর টাউন প্রেস, খুলনা গ্রীণ লাইন পরিবহন, বাগেরহাট হোটেল পশুর, সাতক্ষীরা সোনারগাঁ হোটেল এন্ড রেস্টুরেন্ট। বরিশাল মেসার্স গার্ডেন ইন রেস্তোরা, পিরোজপুর দুলাল মিষ্টান্ন ভান্ডার, পটুয়াখালী মের্সাস পর্যটন হলিডে ও বরগুনা হোটেল তাজ এন্ড রেস্টুরেন্ট।ব্যবসায় ৩৭টি ব্যক্তি-প্রতিষ্ঠান হলো, ঢাকা আড়ং উত্তরা, মুন্সীগঞ্জ সিটি কর্ণার, নারায়ণগঞ্জ আর এইচ ট্রেডিং, নরসিংদী কালাচাঁন দাস, গাজীপুর গ্যালারী এ্যাপক্স, মানিকগঞ্জ পেন্টা ট্রেডিং লি.। টাঙ্গাইল যমুনা ট্রেডার্স, নেত্রকোনা শিল্পী এন্টারপ্রাইজ, চট্টগ্রাম ও কুমিল্লা এ এম চ্যানেল লি., ফেনী মের্সাস হাজী এন্টারপ্রাইজ, নোয়াখালী মেসার্স সুলভ বিতান, চাঁদপুর নাহার ট্রেডিং, রংপুর মেসার্স প্যারাডাইস কেবলস লি.।দিনাজপুর মেসার্স মনি এন্টারপ্রাইজ, ঠাকুরগাঁও মেসার্স ইমরোজ ট্রেডার্স, যশোর লাফার্জ সুরমা সিমেন্ট লি., মেহেরপুর ইসলাম ষ্টোর, গোপালগঞ্জ মেসার্স কাজী সৈয়াদ আলী, সিলেট পারফেটি ভ্যান মেলে। হবিগঞ্জ মেসার্স ডি এম ট্রেডার্স, সুনামগঞ্জ মেসার্স আবুল লেইছ এন্ড সন্স, রাজশাহী ওমর আলী, বগুড়া দি কনসলিডেটেড টি এন্ড ল্যান্ডস কো. বিডি লি., পাবনা মেসার্স আকিয়া কর্পোরেশন।সিরাজগঞ্জ মামা ভাগ্নে বাণিজ্যালয়, নওগাঁ আলফা ইমপেক্স, চাঁপাইনবাবগঞ্জ মেসার্স এ্যানিমন স্টোরস ডিস্ট্রিবিউটর, খুলনা এ এম চ্যানেল লি., সাতক্ষীরা আর কে ট্রেডিং, বরিশাল মেসার্স উত্তরা মটরস লি.। পিরোজপুর মেসার্স আকন ট্রেডিং, ঝালকাঠি আজিজ গাজী, শরীয়পুর মেসার্স এজি ট্রেডার্স, পটুয়াখালী মেসার্স সাফিন এন্টারপ্রাইজ, বরগুনা মেসার্স হুমায়ূন ষ্টোর ও ভোলা মেসার্স এ রহমান এন্ড সন্স।অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় রাজস্ব সদস্য ব্যারিষ্টার জাহাঙ্গীর আলম, এফবিসিসিআই সাবেক সভাপতি মনোয়ারা হাকিম।