করোনাভাইরাসের কারণে বাধ্য হয়েই ‘টোকিও অলিম্পিক ২০২০’ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও অলিম্পিকের নাম বদলে ২০২০ থেকে ২০২১ হচ্ছে না। কিন্তু যারা খেলোয়াড় আছেন, তাদের বয়স তো আর বসে থাকবে না!
Advertisement
তাই অলিম্পিকের নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে, ১৯৯৭ সালের ১ জানুয়ারি কিংবা তার পরে যেসব খেলোয়াড়ের জন্ম, তারা অংশ নিতে পারবেন।
সেক্ষেত্রে অলিম্পিক ফুটবলে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে আগামী বছর খেলতে পারবেন ২৪ বছর ছুঁইছুঁই খেলোয়াড়রাও। টোকিওতে ২০২১ সালের ২৩ জুলাই অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু হয়ে যাবে ছেলেদের ফুটবল বিভাগের খেলা।
এদিকে চলতি বছর ভারত এবং মধ্য আমেরিকায় মেয়েদের দুটি যুব বিশ্বকাপই করোনার কারণে স্থগিত করে দিয়েছে ফিফা। সেইসঙ্গে জানিয়ে দিয়েছে, ছেলে বা মেয়ে কোনো পর্যায়েই আন্তর্জাতিক ম্যাচও জুনের শুরুর আগে মাঠে গড়াবে না।
Advertisement
অলিম্পিকে বয়সসীমা বাড়ানোর বিষয়ে ফিফার প্যানেলের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন। আগামী অলিম্পিকে ১৬টি ফুটবল দল খেলবে। এখানে অনূর্ধ্ব-২৩ খেলার কথা থাকলেও ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড় অনুমতি পান। এখন পাবেন ২৪ বছরের বেশি তিনজন।
এমএমআর/এমকেএইচ