আন্তর্জাতিক

ফ্রান্সের ছয় শতাধিক সেনা করোনায় আক্রান্ত

ফ্রান্সের ছয় শত সেনা সদস্য মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি আজ শনিবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ‘পরিস্থিতি দিন দিন আরও বিস্তার লাভ করছে এবং আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তবে আমাদের সামরিক বাহিনীর কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।’

গত বৃহস্পতিবারে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, পশ্চিম ও উত্তর-মধ্য আফ্রিকার একটি আধা-শুষ্ক অঞ্চল, যা সেনেগাল থেকে সুদান পর্যন্ত বিস্তুত, সেই সাহেল অঞ্চলে দায়িত্বরত দেশটির চার সেনা সদস্যের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র এখন ইউরোপ। মহাদেশটিতে এই মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫০০ এর বেশি। এছাড়া ৮২ হাজারের বেশি মানুষ এখন সেখানে করোনায় আক্রান্ত।

Advertisement

করোনায় সবচেয়ে বাজে অবস্থা ইউরোপ ও আমেরিকার। করোনায় বেশিরভাগ মৃত্যু হয়েছে এই দুই মহাদেশে। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৪ হাজার ৭৮১ জন। ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থান তারপরই। সেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের।

এসএ