খেলাধুলা

টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা দুই ওপেনার বাছলেন টম মুডি

করোনা ভাইরাসের তাণ্ডবে এখন ঘরবন্দি সবাই। খেলার জগতের মানুষদের মাঠের বদলে এখন বেশি সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Advertisement

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এবং বর্তমানে সুপরিচিত কোচ এবং ধারাভাষ্যকার টম মুডিও ব্যতিক্রম নন। টুইটারে ভক্ত-সমর্থকদের সঙ্গে মত বিনিময় করে সময় কাটাচ্ছেন তিনি।

৫৪ বছর বয়সী বিশ্বের অন্যতম সফল এই কোচের কাছে একজন জানতে চেয়েছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তার চোখে সেরা দুই ওপেনার কারা?

টুইটার পেজে এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে টম মুডি বলেন, ‘কঠিন প্রশ্ন, তবে আমি ডেভিড ওয়ার্নার আর রোহিত শর্মাকে নিয়ে খুশি থাকব।’

Advertisement

মুডি আইপিএলেও কোচ হিসেবে বেশ সফল। শিরোপাজয়ী কোচ এখনও দায়িত্ব পালন করছেন সানরাইজার্স হায়দরাবাদে। এছাড়া বেশ কয়েকটি দলের কোচিং করিয়েছেন।

অস্ট্রেলিয়ান এই সাবেকের চোখে, বর্তমান সময়ে সবচেয়ে ভালো ক্রিকেট মস্তিষ্কের অধিকারি খেলোয়াড়টি হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার সবচেয়ে পছন্দ অধিনায়ক বিরাট কোহলিকে। আর রবীন্দ্র জাদেজাকে ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার।

এমএমআর/এমকেএইচ

Advertisement