জাতীয়

অল্প পরিসরে হলেও রাস্তায় বের হচ্ছে মানুষ

দিন দিন খারাপের দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। তারপরও নানা কারণে খুব অল্প পরিসরে হলেও মানুষ রাস্তায় বের হচ্ছে।

Advertisement

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দেখা যায়, কাঁচাবাজার করতে অল্প পরিসরে হলেও মানুষ বাজারে যাচ্ছেন। বাজার ছাড়াও মানুষ বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন।

কারওয়ান বাজার অংশের কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়কে দাঁড়িয়ে দেখা যায়, কেউ মোটরসাইকেলে ছুটছেন, কেউ ব্যক্তিগত গাড়িতে। গণপরিবহন না থাকায় কেউ ভ্যানে গন্তব্যে যাচ্ছেন, কেউ সিএনজিতে। কেউ-বা হেঁটেই অল্প দূরত্বের কাজ সারছেন।

কেউ বাজার করে ফিরছেন, কেউবা বাজার করতে যাচ্ছেন। আবার কেউ কেউ অন্যের বাজার মাথায় করে ছুটছেন। আবার কেউ কেউ ময়লা পরিষ্কার করে চলেছেন একদম অনিরাপদে থেকে।

Advertisement

রিকশায়ও চলছেন কেউ কেউ। কেউ রিকশা, ভ্যান, সিএনজি, ব্যক্তিগত গাড়ি চালাচ্ছেন। কেউবা হাত পেতে বসে আছেন রাস্তার ধারে। এ রকম নানা প্রয়োজনে মানুষ রাস্তায় বের হচ্ছেন।

অন্যদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঘরে থাকার জন্য এবং ঘন ঘন হাত ধোয়ার জন্য বারবার পরামর্শ দিচ্ছে সরকার।

পিডি/বিএ/এমকেএইচ

Advertisement