একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার বিষয়ে আলোচনার জন্য কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করতে গেছেন তার আইনজীবীরা। মঙ্গলবার বিকেল ৩টা ৫মিনিটে তারা কারাগারে প্রবেশ করেন।মুজাহিদের আইনজীবী মো. শিশির মনির বলেন, মুজাহিদের সঙ্গে রায়ের রিভিউ আবেদন করার (গ্রাউন্ড) যুক্তিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমারা কারাগারে যাচ্ছি।মুজাহিদের সঙ্গে যে পাঁচজন আইনজীবী দেখা করবেন তারা হলেন- মো. শিশির মনির, মসিউল আলম, মতিউর রহমান আকন্দ, এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও আসাদ উদ্দীন।উল্লেখ্য, এর আগে গত ২ অক্টোবর আপিলের রিভিউ আবেদনের পরামর্শের জন্য মুজাহিদের সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা।এআরএস/পিআর
Advertisement