দেশজুড়ে

ফেরিতে গাদাগাদি করে ঢাকায় ছুটছেন পোশাক শ্রমিকরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ ঘোষণা করা পোশাক কারখানা খুলছে আগামীকাল রোববার (৫ এপ্রিল)। ফলে ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

Advertisement

শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের হালকা চাপ থাকলেও দুপুরের পর থেকে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছেন ঢাকামুখী এই যাত্রীরা। করোনভাইরাসের সংক্রমণ রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ থাকায় গাদাগাদি করে তাদের ফেরিতে পারপার হতে দেখা গেছে।

এর আগে গত ২৬ মার্চ করোনাভাইরাসের কারণে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় এসব মানুষ গ্রামের বাড়িতে এসেছিলেন। আগামীকাল ৫ এপ্রিল পোশাক কারাখানা খোলায় চাকরি হারানোর শঙ্কায় ঝুঁকি জেনেও তারা কর্মস্থলে ফিরছেন বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন পারপার বন্ধ থাকলেও জরুরি পন্যবাহী যানবাহন ও ব্যক্তিগত ছোট গাড়ি পারাপার হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আটটি ফেরি চলাচল করছে। নদী পারের জন্য যানবাহনের চাপ না থাকলেও ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে।

Advertisement

রুবেলুর রহমান/আরএআর/এমকেএইচ