জাতীয়

করোনার কারণে বহির্বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা প্রদানের নির্দেশনা

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিজনিত কারণে দেশের সকল সরকারি হাসপাতালের বহির্বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা প্রদানের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

Advertisement

নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সকল সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগ সরকারি ছুটির দিন ছাড়া সীমিত আকারে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে। হাসপাতালগুলোতে বহির্বিভাগে দৃশ্যমান স্থানে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর লিখে রাখতে হবে এবং উল্লেখিত মোবাইল নম্বরের মাধ্যমে জনসাধারণ বাসাবাড়ি থেকে চিকিৎসা সেবা/চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবে মর্মে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।

কমিউনিটি ক্লিনিকগুলো সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখতে হবে।নিজের সুরক্ষার জন্য হাসপাতালে আগত জনসাধারণকে চিকিৎসা নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করতে হবে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে এবং আক্রান্ত রোগীদের সকল সরকারি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে।এ প্রাদুর্ভাবের কারণে দেশের সকল হাসপাতালকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত নির্দেশনা পালন করার জন্য অনুরোধক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

এমইউ/এনএফ/জেআইএম