ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এনামুল হক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে এবং বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
Advertisement
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, গত রাতে প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্টসহ করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন ওই ব্যক্তি। পরে খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে দেখি তার ডায়াবেটিসও রয়েছে। প্রায় ১০ দিন আগে তিনি ফরিদপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পর থেকেই জ্বরে ভুগছিলেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করতে বলা হলে পরিবারের সদস্যরা তা না করে বাড়িতে নিয়ে যান। পরে আজ সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছি। সেখান থেকে প্রতিবেদন আসার পরই নিশ্চিত হওয়া যাবে করোনায় তার মৃত্যু হয়েছে কি-না।
কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়ায় ওই ব্যক্তির নমুনা ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনার পর ওই বাড়ির ১১ জন সদস্যকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এবং ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ
Advertisement