ক্যানসার আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি। লকডাউনে গৃহবন্দি হয়ে ছিলেন তিনি। জানিয়েছিলেন তার ঘরে খাবার নেই, তার ওষুধ নেই।
Advertisement
অবশেষে তার কাছে পৌঁছে গেল ওষুধ। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় প্রশাসনের কিছু লোকজন অভিনেত্রীর কাছে ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছেন। একথা টুইট করে নিজেই জানিয়েছেন নাফিসা আলি।
গোটা দেশে লকডাউনের জেরে গোয়ায় বাড়িতে আটকে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি। তিনি ক্যান্সার আক্রান্ত। এই পরিস্থিতিতে ওষুধপত্র কিছুই পাচ্ছেন না। বাড়িতে মজুত খাবারও শেষ। যেটুকু মজুত শুকনো খাবার ছিল, তা খেয়েই দিন কাটছে বলে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।
তার সেই সাক্ষাৎকার দেখেই স্থানীয় সরকার অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে। সরকারি উদ্যোগে ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে অভিনেত্রী সরকারের প্রশংসা করে টুইট করেছেন।
Advertisement
এই মুহূর্তে নাফিসা রয়েছেন উত্তর গোয়ায় মর্জিম বলে একটি এলাকায়। সেখানে তিনি তার মেয়ের সঙ্গে রয়েছেন।
এলএ/এমকেএইচ