দেশজুড়ে

সাড়ে ২৮ হাজার দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দেবে ডিএনসিসি

করোনাভাইরাস মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে জরুরি খাদ্যদ্রব্য বিতরণ অব্যাহত রয়েছে। ডিএনসিসি এলাকায় গত ৩১ মার্চ শুরু করা এ কর্মসূচিতে সব ওয়ার্ডে মোট ২৮ হাজার ৫০০ দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

Advertisement

এদিকে ডিএনসিসির পক্ষ থেকে মিরপুরের টোলারবাগে কোয়ারেন্টাইনে থাকা এক হাজার পরিবারের মাঝে গত ২৯ মার্চ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরগণ নিজ উদ্যোগে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। ওয়ার্ড কাউন্সিলরগণ বিভিন্ন বস্তিতেও রান্না করা খাবার বিতরণ করেছেন। বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

এদিকে ডিএনসিসির বিভিন্ন স্থানে সরকারের নির্দেশনা মতে জনগণকে ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিএনসিসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সমগ্র এলাকায় টহল দিচ্ছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে।

এএস/এমএফ/এমএস

Advertisement