সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে একজনকে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই যুবককে সেখানে ভর্তি করা হয়।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান (রোগ নিয়ন্ত্রণ) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩৫ বছরের এই যুবক শুক্রবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার বাড়ি সিলেটে। শনিবার ভোরে সিলেট এসে পৌঁছান। এরপর তাকে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
প্রাথমিক পরীক্ষায় এই যুবকের শরীরে করোনার সংক্রমণ নেই। যেহেতু পরিস্থিতি খারাপ এজন্য তাকে বাসার কয়ারেন্টাইনে না রেখে সোজা হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Advertisement
ছামির মাহমুদ/এফএ/জেআইএম