ভোলার লালমোহন, বোরহানউদ্দিন ও দৌলতখানে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
Advertisement
শুক্রবার সকালে লালমোহন উপজেলায় সজীব ওয়াজিদ জয় পার্কে উপজেলার ১০ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লালমোহনের সর্বস্থরের মানুষের মতো অসহায় ও দরিদ্র মানুষও ঘর থেকে বের হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে থাকা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন করোনার এ প্রভাব থাকবে ততদিন আমি তাদের পাশে থেকে সাহার্য্য করবো।
অপরদিকে, দুপুরের দিকে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল দৌলতখান উপজেলার গার্লস স্কুল রোর্ড এলাকায় তার বাস ভবনের সামনে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার অসহায় ও দরিদ্র ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন।
Advertisement
উদ্বোধন শেষে বর্তমান পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে প্রতিনিয়ত মাঠে থাকায় ভোলায় কর্মরত প্রায় ২০ জন সাংবদিককে পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন তিনি।
এসময় এমপি মুকুল বলেন, ভোলার সাংবাদিকরা বর্তমান পরিস্থিতিতেও জীবনের ঝঁকি নিয়ে সব ধরনের নিউজ কাভার করছেন। আমি তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নিরাপদ কিছু সরঞ্জাম প্রদান করেছি।
এসময় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ রায় অপু, সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন, জিটিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন, একুশে টিভির প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু, বাংলা টিভি ও জাগো নিউজের প্রতিনিধি জুয়েল সাহা বিকাশসহ প্রমুখ।
জুয়েল সাহা বিকাশ/এমএএস/পিআর
Advertisement