জাতীয়

৩০০ পরিবারের মাঝে ১০০০ কেজি খাদ্যসামগ্রী নিয়ে হাজির ফেসবুক গ্রুপ

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় অঘোষিত চলমান লকডাউনে গরিব ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং কয়েকজন পেশাজীবীদের একটি ফেসবূক গ্রুপ 'সহযোগী'।

Advertisement

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার ধানমন্ডি এলাকার ৩০০ পরিবারের মধ্যে এক হাজার কেজি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে গ্রুপটি। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, তেল ইত্যাদি।

অনলাইন এই গ্রুপটির সদস্যদের আর্থিক সহযোগিতায় প্রায় এক লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন গ্রুপের অ্যাডমিন আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘সারা বিশ্ব আজ মহামারি করোনায় বিপন্ন। এই সময়ে আমাদের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু সবার পক্ষে ঘরে থাকা কঠিন, কারণ যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে একটানা এতদিন কাজ না করে সংসার চালানো অসম্ভব। তাই আমরা বন্ধুরা এই গ্রুপটি গঠন করে টাকা তুলে এই ত্রাণের ব্যবস্থা করেছি। আমরা আশা করব, আমাদের মতো অন্যরাও এসব লোকদের সহযোগিতায় এগিয়ে আসবেন।’

Advertisement

বর্তমানে বেসরকারি পর্যায়ে অনেক স্থানেই এমন ত্রাণ বিতরণ করতে দেখা যাচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই গ্রুপটি সদস্যদের সবাই তরুণ। শুক্রবার বিকেলে ধানমন্ডি এলাকায় খুব সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ করতে দেখা যায়।

এসআই/এসআর/জেআইএম