আন্তর্জাতিক

বেলজিয়ামে প্রথম ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বেলজিয়ামে প্রথম তিনজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন জানা গেছে।

Advertisement

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৭২ জন। অবস্থা আশঙ্কাজনক ১ হাজার ২০৫ জনের।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

এদিকে দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার আরোপিত সকল বিধিনিষেধের মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বে ৫৩ হাজারের বেশি মানুষের প্রাণ নিয়েছে। আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৮ হাজারের বেশি।

এসআর/পিআর

Advertisement