নিষেধাজ্ঞার মধ্যেই গোপনে আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়ে আকিকা অনুষ্ঠানের আয়োজন। মাংস-ভাতসহ আত্মীয়-স্বজনদের জন্য রান্নাও শেষ। এবার আনুষ্ঠানিকভাবে খাওয়ার আয়োজন বাকি। সেই মুহূর্তেই সেনাবাহিনী নিয়ে বাড়িতে হাজির সাতক্ষীরার তালা উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলাম। পণ্ড করে দিলেন আকিকা অনুষ্ঠান। আর রান্না করা খাবার বিলিয়ে দেয়া হলো গ্রামের হতদরিদ্রদের মাঝে।
Advertisement
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের রাসেল গোলজারের বাড়িতে এ ঘটনা ঘটে।
তালা উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলাম বলেন, মিঠাবাড়ি গ্রামের রাসেল গোলজার মেয়ের আকিকা উপলক্ষে বাড়িতে ২০০-২৫০ জনের মত লোকের আয়োজন করেন। সেনা সদস্যদের নিয়ে বাড়িতে প্রবেশের সময় আমাদের দেখেই সতর্ক হয়ে যায় তার পরিবার। অনুষ্ঠান আয়োজনের বিষয়টি তারা অস্বীকার করে। পরে বাড়িতে খুঁজে পাওয়া যায় আকিকা অনুষ্ঠানের জন্য রান্না করা ডেগ ভর্তি মাংস। পরে ভুল স্বীকার করে ওই পরিবার।
তিনি বলেন, এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে রাসেল গোলজারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে আত্মীয়দের জমায়েত বন্ধ করে রান্না করা মাংস-ভাত তরকারি প্যাকেট করে এলাকার অসহায় দুস্থদের মাঝে বিলি করে দেয়া হয়েছে।
Advertisement
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম