করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান ছুটি আরও সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সারাদেশ অঘোষিত লকডাউন। ফলে বিপাকে পড়েছেন দেশের খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ। দেশের উল্লেখযোগ্য একটি অংশের আয় একদম বন্ধ বললেই চলে। এ অবস্থায় দুস্থ-অসহায় ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল অব ইঞ্জিনিয়ার্স।
Advertisement
বাংলাদেশের প্রকৌশলী ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল অব ইঞ্জিনিয়ার্স দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল এবং দরিদ্র পরিবারে ১০ দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। এ লক্ষ্যে সারাদেশে থাকা তাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে অনুদান সংগ্রহ করে এই ত্রাণ বিতরণ করছে। সারাদেশের ১০ হাজার পরিবারকে এই সাহায্য দেবে বলে লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি।
ইতোমধ্যেই দেশের প্রান্তিক এলাকার ছিন্নমূল এবং দরিদ্র পরিবারের তালিকা তৈরি করে সাহায্য করা শুরু করেছে বলে জানান স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা নাজিম সরকার।
তিনি জানান, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন হিসেবে তাদের দায়িত্ববোধ থেকেই ত্রাণ বিতরণ করছেন। সারাদেশে ছড়িয়ে থাকা তাদের ৮০ হাজার স্বেচ্ছাসেবীর মাধ্যমে অনুদান সংগ্রহ এবং ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানান তিনি।
Advertisement
করোনা বিস্তাররোধে সরকারের পাশাপাশি স্কুল অব ইঞ্জিনিয়ার্সও কাজ করে যাবে বলে জানান প্রতিষ্ঠাতা নাজিম সরকার। পাশাপাশি দেশের সকল সামর্থবান এবং বিত্তবান মানুষকে এই মহামারিতে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
এসআই/বিএ/পিআর