কর্ম ব্যস্ততার কারণে ঈদের দিন একসঙ্গে জড়ো হতে না পারলেও সপ্তাহের ছুটির দিন ১১ অক্টোবর ফ্রান্সে সিলেটের কানাইঘাট প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। প্যারিসের গারে দুনর্দের রয়্যাল ক্যাফেতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শামীম উদ্দিন ফারুক। সাবেক যুগ্ম সেক্রেটারি আলকাছ উদ্দিন বুলবুলের পরিচালনায় বক্তব্য রাখেন- সমিতির প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দিন, উপদেষ্টা মঈন খান, আব্দুল মুক্তাদির আম্বিয়া, হারিছ উদ্দিন, সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, মহিউদ্দিন সুহেল, সাইফ উল্লাহ, নুরুল ইসলাম চৌধুরী শাহীন, আব্দুল হালিম, হাফিজ মঈন উদ্দিন, জিয়াউর রহমান, আবু সাঈদ, বিপুল দাস বেবুল , কুতুব উদ্দিন, ইবরাহিম আলী, শরফ উদ্দিন, সুয়েব আহমদ, সালাউদ্দিন পারভেজে, মিনহাজ উদ্দিন, কামাল উদ্দিন মিলন, রাশিদুজ্জামান, সুহাদ হাসান, কামরুল, কিবরিয়া রহমান ও মহিউদ্দিন কাওসার প্রমুখ।অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে ২০১০ সালে প্রতিষ্ঠিত ফ্রান্সের সরকারি অনুমোদিত এই সমিতির সকল কার্যক্রম গতিশীল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমন্ত্রিত উপদেষ্টাগণ সমিতির সকল সদস্যদেরকে জন্মভূমি কানাইঘাটের ঐতিহ্য ও একতা বজায় রাখাসহ সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন।জেডএইচ/এসএইচএস/এমএস
Advertisement