করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে দলবেঁধে ঘোরাঘুরি ও আড্ডা দেয়ায় নেত্রকোনায় ১১ যুবককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরও নয় শিক্ষার্থীকে জরিমানার পরিবর্তে একটি করে বই দিয়ে পড়ার নির্দেশ দেয়া হয়েছে।
Advertisement
সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেয়ায় বৃহস্পতিবার রাতে তাদের এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় না রেখে দলবেঁধে ১১ যুবক ও নয় শিক্ষার্থী আড্ডা এবং ঘোরাঘুরি করছিল। তাই তাদের মধ্যে ১১ যুবকের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা এবং অন্য নয় শিক্ষার্থীকে বই পড়ার নির্দেশ দেয়া হয়।
কামাল হোসাইন/এএম/জেআইএম
Advertisement