করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।
Advertisement
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। সকলের সহযোগিতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে পারবো।
সালমান শাকিল/আরএআর/পিআর
Advertisement