সাহিত্য

আবু আফজাল সালেহের তিনটি কবিতা

দাঁড়িয়ে সাকুরা তুমি

Advertisement

যমুনাতীরের স্নানঘাটে নিমগ্ন ভূমিঝিকিমিকি সরোবর যেন রুপালি নদীভাসে, জ্যোৎস্নামাখা তাজমহলের প্রতিচ্ছবি।আঁকাবাঁকা যমুনাটা যেন মিশে গেছে লালদুর্গে।

ওপারেও কে যেন এলোকেশেদেখি, দাঁড়িয়ে সাকুরা তুমি।

****

Advertisement

পিকাসোর জলরঙে আঁকা ছবি

বোশেখি চাঁদিমারাতে পুঁতেছিলামএকটি ছোট্ট গোলাকার বীজ,অঙ্কুরিত হয়ে শাখা-প্রশাখায় আজ পল্লবিত, সবুজে।কোকিলের কুহু, ঘুঘুর বাসা, দোয়েলের শিস-ক্লান্ত কৃষকের নেতানো শরীর, কলসিকাঁখে তরুণীর ঘুঙুরনদীর স্রোতে অরুণিম আলো।

বয়েসী বট, মাঠের শিল্পী, পাখির কলতানসবুজের ফাঁকে অরুণাভ আলোকছবি, বুড়ির ঘর, নীল আসমান-যেন পিকাসোর তুলিতে জলরঙেআঁকা ছবি।

****

Advertisement

চকপেনসিলে আঁকা নামের দীর্ঘতালিকা

বিশ্বাসের কাঁধে চড়েই তো যেতে হয়একদিন যাচ্ছি, ভাঙাচোরা সেতু বেয়েসে, তুমি, তারা; মানে আমরা সবাই মিলেইকথা বলছি আর পথ চলছি,হঠাৎ দুলুনি, সেতুর মাঝপথেপেছনে ফিরে তাকাতেই দেখি,কেউ নেইস্বজনবিহীন পথে চলছি একা

তাহলে সঙ্গে আসাগুলো কী চকপেনসিলে আঁকাভুল নামের দীর্ঘ তালিকা

কবি: উপ-পরিচালক, বিআরডিবি, কুষ্টিয়া।

এসইউ/জেআইএম