দেশজুড়ে

কুষ্টিয়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে রিকশাচালক

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসা এক ব্যক্তিকে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। পেশায় রিকশাচালক ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। তিনি পরিবারসহ কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকায় বাস করেন।

Advertisement

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান- একমাস আগে থেকে জ্বরে ভুগছিলেন তিনি। গত তিনদিন ধরে সর্দি-কাশি শুরু হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। এ তথ্য জানার পর অসুস্থ ব্যক্তিকে আইসোলেশনে নেয়া হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আইইডিসিআরে জানানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।

পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে কি-না জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাকে এখনও কেউ অবহিত করেনি।

আল-মামুন সাগর/আরএআর/এমএস

Advertisement