খেলাধুলা

মেসিদের পথে অ্যাটলেটিকো মাদ্রিদও

করোনা পরিস্থিতি মোকাবিলায় ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো খেলোয়াড় এবং কোচদের বেতন কাটার দিকে ঝুঁকেছে। এরই মধ্যে জার্মানির দুই বড় ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্ট্মুন্ড, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস এবং স্পেনের চ্যাম্পিয়ন বার্সেলোনার খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

Advertisement

এদের মধ্যে বার্সেলোনার খেলোয়াড়দের বেতনের ৭০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নেয়ার আগে হয়েছে বেশ নাটকীয়তা। খবর বেরোয়, বার্সার খেলোয়াড়রা নিজেদের বেতন ছাড়তে রাজি নন। অনেকেই নাকি আবার বেতন কাটা হলে ক্লাবই ছেড়ে দেয়ার হুমকি দিয়েছেন।

কিন্তু পরে ক্লাবের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের অধিনায়ক লিওনেল মেসি জানান, শুধু নিজেদের বেতনই ছেড়ে দেবেন না, ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীরা যেন পুরো বেতন পান, সেজন্য বাড়তি সাহায্যও করতে চান তারা। এমন বার্তা সকলের বাহবা কুড়ায়।

মেসিদের দেখাদেখি এই একই পথে হাঁটল আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও। তারাও ক্লাব সংশ্লিষ্ট কর্মচারীদের শতভাগ বেতন পরিশোধ করার জন্য খেলোয়াড় এবং কোচদের বেতনের ৭০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

মাঠে খেলেন না, এমন প্রায় ৪৩০ জন কর্মচারী রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাবে। খেলোয়াড়দের কেটে রাখা বেতনের অর্থ দিয়ে সেসব কর্মচারীদের বেতনের পুরোটাই পরিশোধ করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এক্ষেত্রে অর্ধেক অর্থ আসবে খেলোয়াড়দের বেতন থেকে এবং বাকি অর্ধেক দেবেন ক্লাবের প্রধান নির্বাহী এবং পরিচালকেরা।

এসএএস/এমএস