পশ্চিম আফ্রিকার দেশ বারকিনা ফাসোর সংসদ ভবনে আগুন দিয়েছে দেশটির বিক্ষুব্ধ জনগণ। প্রেসিডেন্ট ব্লেইজ কমপাওরের দীর্ঘ ২৭ বছর শাসন অবসানের প্রতিবাদে জনতার এই বিক্ষোভ। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, বারকিনার রাজধানী ওয়াগাডুগুতে অবস্থিত সিটি হল এবং ক্ষমতাসীন দলের সদর দফতরেও আগুন দেখা গেছে।
Advertisement
এর আগে সংসদ ভবন ঘেরাও করলে বিক্ষুব্ধ জনতার ওপর সেনাবাহিনী গুলিবর্ষণ করে। এ সময় দেড় হাজার বিদ্রোহী সেনা ব্যারিকেড ভেঙে সংসদ ভবন ঘিরে ফেলে এবং আগুন লাগিয়ে দেয়।
প্রেসিডেন্ট কমপাওরে যেন আগামী বছরও ক্ষমতায় থাকতে পারেন, এ জন্য সংবিধান পরিবর্তন করার যে সিদ্ধান্ত নিচ্ছিল বারকিনা সংসদ। তারই প্রতিবাদে জ্বলে ওঠে সাধারণ মানুষ। ১৯৮৭ সালের সেনাঅভ্যুথানে কমপাওরে ক্ষমতায় আসেন। এর পর চারবার নির্বাচনে জেতেন তিনি। এ সব নির্বাচনকে অগ্রহণযোগ্য ও জালিয়াতির নির্বাচন বলে মনে করে বিরোধীরা।- বিবিসি
Advertisement