ইরানের পার্লামেন্টের স্পিকার আলি লারজানির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ আরও অনেক হাই প্রোফাইল নেতা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন। আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
Advertisement
ইরানের বেশ কিছু আইনপ্রণেতা ছাড়াও অনেক নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা এবং ধর্মীয় পরিষদের এক সদস্য ইতোমধ্যে প্রাণও হারিয়েছেন।
মধ্যপ্রাচ্যে আঞ্চলিকভাবে করোনাভাইরাস বিস্তারের কেন্দ্র হয়ে দাঁড়েয়েছে ইরান। সবশেষে আজ দেশটির সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, স্পিকার লারজানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ইরানের কয়েকজন ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হন। করোনায় এ নিয়ে দেশটির বিশিষ্ট ১৩ জন রাজনীতিবিদের মৃত্যু হলো। এছাড়া এরকম আরও অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৮২ হাজার মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৬০০ জনের বেশি মারা গেছেন। যার বেশিরভাগ ইরানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৬০ জন; আক্রান্ত ৫০ হাজারের বেশি।
এসএ