খেলাধুলা

ইংল্যান্ডের দশে দশ জয়

ইউরো ২০১৬ বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়লো ইংল্যান্ড। নিজের শেষ ম্যাচে লিথুনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রুনি-হ্যারি কেনরা। এ জয়ের ফলে ১০ ম্যাচ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে ইউরো ২০১৬ এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো ইংলিশরা।   এবারের আসরে দারুণ ছন্দে থাকা ইংল্যান্ড ম্যাচের ২৯ মিনিটেই এগিয়ে যায়। হ্যারি কেনের পাস থেকে দুর্দান্ত গোল করে লিড নেন ব্রেকলি। তবে ম্যাচের ৩৫ মিনিটে আরলাউসকিস নিজেদের জালেই বল জড়ালে লিড দ্বিগুন হয় থ্রী লায়ন্সদের। পরে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।বিরতি থেকে ফিরেও বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে সফরকারীরা। এরই সুবাদে ম্যাচের ৬২ মিনিটে ক্যায়েল ওয়াকারের অ্যাসিস্ট থেকে বল পেয়ে দলের লিড তিনে নিয়ে যান অ্যালেক্স। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।এমআর/পিআর

Advertisement