আন্তর্জাতিক

পাকিস্তানে পাথর ধসে নিহত ১৩

পাকিস্তানের করাচিতে পাথর ধসে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে সাতজন শিশু রয়েছে। মঙ্গলবার সকালে করাচির গুলিস্তান ই জহুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ডন নিউজের।এ ঘটনার পরপরই উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষের নিচ থেকে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত শিশুর মরদেহ উদ্ধার করেছে। পাক রেঞ্জারস এবং পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছে। এছাড়া উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।স্থানীয়রা জানিয়েছেন, পাথরধসের ঘটনায় নিহত ১৩ জনের সবাই দুই পরিবারের সদস্য।করাচির কমিশনার শোয়েব আহমেদ সিদ্দিকি, দেশটির রাজনৈতিক দল এমকিউএম নেতা ফায়সাল সাবজওয়ারি ও মোহাম্মদ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।শোয়েব আহমেদ বলেন, ধ্বংসাবশেষের নিচে জীবিত কেউ থাকলে তাদের যেকোনো উপায়ে উদ্ধার করা হবে। তিনি বলেন, জিন্না পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) উদ্ধারকৃত মরদেহগুলো রাখা হয়েছে।এসআইএস/এমএস

Advertisement