দেশজুড়ে

মির্জাপুরে কর্মহীন মানুষের পাশে কুমুদিনী ট্রাস্ট

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট। বৃহস্পতিবার সকালে দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ির আশানন্দ হলে কুমুদিনী ট্রাস্ট ৭ শতাধিক পরিবারে খাদ্যপণ্য বিতরণ করেছে।

Advertisement

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম তাদের হাতে খাদ্যপণ্য হিসেবে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করেন।

এসময় মির্জাপুরের ইউএনও মো. আবদুল মালেক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

এস এম এরশাদ/এমএএস/পিআর

Advertisement