রাজধানীর করাইল বস্তিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে মাস্ক-স্যানিটাইজার বিতরণ করেছে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশন।
Advertisement
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে করাইল বস্তিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজনের নেতৃত্বে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর শাখার সম্পাদক রূপক রায়, সদস্য জাফর মোহাম্মদ, নিসাদ আঞ্জুম নিশি প্রমুখ।
গোলাম মোস্তফা বলেন, করাইল বস্তিতে প্রায় ৩০ হাজার পরিবারের বাস। এখানে কোয়ারান্টাইনে থাকা অসম্ভব। সাধারণত একেকটা পরিবারে ৪/৫/৬/৭ সদস্য যারা একটা ঘরে গাদাগাদি করে ঘুমায়। এখন সারাদিন একটা ঘরে অবস্থান করাটা কোনোভাবেই সম্ভব নয়। এটা গেলো একটা দিক, আরেকটা দিক হচ্ছে ৩০ হাজার পরিবারের মধ্যে ৯০ ভাগই এখন কর্মহীন। ফলে অর্ধাহারে দিন কাটছে বেশিরভাগ বস্তিবাসীর। সময় যত গড়াবে এ সঙ্কট আরও ভয়াবহ আকার ধারণ করবে। সরকারকে অবিলম্বে এসব এলাকায় খাদ্য সরবরাহের জন্য বিশেষভাবে আহ্বান জানাই।
Advertisement
এএস/এএইচ/পিআর