ভুয়া পাসপোর্ট নিয়ে নিজের দেশ ব্রাজিল থেকে প্যারাগুয়েতে প্রবেশ করার কারণে সে দেশের পুলিশের হাতে গ্রেফতার হন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এবং এক সময়ে ফিফা বিশ্বসেরা ফুটবলার রোনালদিনহো। এরপর তাকে চালান করে দেয়া হয় জেলে। তবে তাকে ঠাঁই দেয়া হয়েছে হত্যা মামলা এবং ডাকাতির আসামীদের সঙ্গে।
Advertisement
করোনাভাইরাসে যখন সারা পৃথিবী কাঁপছে, তখনও জেলে বন্দি এক সময় দুনিয়া কাঁপানো ফুটবলারটি। তবে তাকে ঠিন জেলে নয়, প্যারাগুয়ে কর্তৃপক্ষ পাঠিয়ে দিয়েছে সংশোধনাগারে। সেখানে কেমন আছেন দুর্দান্ত জনপ্রিয় এই ফুটবলারটি? তবে ভক্তদের জন্য সংবাদ হচ্ছে, দুর্দান্ত সময় পার করছেন সংশোধনাগারে বন্দি এই ফুটবলার। ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে বাকি বন্দিদের সঙ্গে ফুটভলি খেলে দিব্যি সময় কাটাচ্ছেন বার্সা ও এসি মিলানে খেলা রোনালদিনহো।
সম্প্রতি সংশোধনাগারে রোনালদিনহোর ফুটভলি খেলার একটি ভিডিও প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। যেখানে দু’বারের ব্যালন ডি’অর জয়ীকে দেখা যাচ্ছে দারুণ মজে রয়েছেন ফুটভলিতে। সঙ্গীদের সঙ্গে রোনালদিনহোর দুর্দান্ত বোঝাপড়াও স্পষ্ট সেই ভিডিওতে। দেড় মিনিটের ছোট্ট ভিডিওতে ফুটভলিতেও রোনালদিনহোর বেশ কিছু স্কিলও চোখে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে দুই সেট ফুটভলি খেলেন প্রতিপক্ষের সঙ্গে। প্রথমটাতে জিতলেও পরেরটাতে হেরে যান তিনি। বিশেষ করে, রোনালদিনহোর পরাজয় ঘটে একজন হত্যা মামলার আসামী এবং আরেকজন ডাকাতি মামলার আসামীকে দিয়ে গড়া জুটির কাছে।
Advertisement
দিনকয়েক আগে জেলবন্দিদের সঙ্গে একট ফাইভ-এ-সাইড ফুটবল ম্যাচও খেলেছিলেন ২০০২ ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। যেখানে সতীর্থদের দিয়ে গোল করানোই ছিল রোনালদিনহোর চ্যালেঞ্জ। নিজে ৫টি গোল তো করলেনই, সতীর্থদের দিয়ে ওই ম্যাচে ৬টি গোল করিয়েছিলেন তিনি। তার দল জিতেছিল ১১-২ গোলে। সেই ম্যাচের ছবিও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে।
২১ মার্চ সংশোধনাগারেই তার ৪০তম জন্মদিন পালন করেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। গত মাসে ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের কারণে গ্রেফতার করা হয় রোনালদিনহো এবং তার ভাইকে। আপাতত প্যারাগুয়ের সংশোধনাগারেই বন্দি রয়েছেন সাবেক বার্সা তারকা। তবে কবে মুক্ত হবেন তিনি, তার কোনো নিশ্চয়তা নেই।
আইএইচএস/
Advertisement