বিনোদন

নামাজ ও কোরআন তেলাওয়াতে মন দিয়েছেন নায়িকা ববি

করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব।এখন পর্যন্ত সারাবিশ্বে ৯ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তার মধ্যে প্রাণ হারিয়েছে ৪৮ হাজারেরও বেশি মানুষ। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। মারা গেছেন ৬জন। ১০ দিনেরও বেশি সময় ধরে সারাদেশের মানুষ ঘরবন্দি হয়ে সময় পার করছেন।

Advertisement

সোশ্যাল মিডিয়াতে ঘরে বসেই মানুষকে সচেতন করে যাচ্ছেন তারকারাও। ভয়ঙ্কর মহামারির দিনগুলোতে বন্দি জীবন পারকরারও নানা অভিজ্ঞতা শেয়ার করছেন অনেকেই। ঘরে বসে কে কীভাবে সময় পার করছেন জানাচ্ছেন তারা। করোনা থেকে বাঁচতে সারা দেশের মানুষ প্রার্থনাও করছেন সৃষ্টি কর্তার কাছে।

অন্য তারকাদের মতো ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববিও করোনা থেকে বাঁচতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। নায়িকা সবাইকে এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেনও ও বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ দেন।

এছাড়া ববি জানালেন, হোম কোয়ারেন্টাইনে থেকে ধর্মে-কর্মে মন দিয়েছেন তিনি। তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি বাসাতেই থাকবো। কাজের কারণে আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না; পরে কাজা নামাজ পড়তে হতো। এখন ঠিক সময়ে নামাজ পড়ছি ও কোরআন তেলাওয়াত করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেনো আমাদের এই করোনা থেকে মুক্তি দেন।’

Advertisement

ববি আরও বলেন, ‘আমার মা ও বোন অস্ট্রেলিয়ায় থাকে। তাদের জন্য অনেক চিন্তা হচ্ছে। প্রতিদিন তাদের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে। বাসার ছাদের বাগান দেখাশুনা করছি ও প্রচুর বই পড়ছি। ঘরের কাজ নিজে করছি। এভাবেই সময় কাটছে আমার।’

বর্তমানে মুক্তি অপেক্ষায় আছে চিত্রনায়িকা ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রটি।এখানে তার বিপরীতে অভিনয় করেছেন গায়ক এস ডি রুবেল। ছবিটি নির্মাণ করেছেন স্বপন চৌধুরী।

এমএবি/পিআর

Advertisement