খেলাধুলা

পিছিয়ে গেল এসএ গেমসের ১২ তম আসর

প্রায় দেড় মাসের মত পিছিয়ে গেল এসএ গেমসের ১২ তম আসর। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২০১৬’র ১০ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল দক্ষিন এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। তবে গেল রোববার ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত সভায় গেমস পেছানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে গেমসের তারিখ পরিবর্তন করলেও এবারের আসরে নতুন করে টেনিস ডিসিপ্লিন সংযুক্ত করেছে আয়োজক কমিটি।প্রতি চার বছর পরপর এসএ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ২০১০ সালে ঢাকা এসএ গেমসের পর  পাঁচ বছর কেটে গেলেও ১২তম আসর অনুষ্ঠিত হয়নি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০১২ সালে আইওএর কমিটিকে নিষিদ্ধ করার পর গেমস আয়োজনে জটিলতা দেখা দেয়। পরবর্তী সময় সেই নিষেধাজ্ঞা কেটে গেলে ফের গেমস আয়োজনের জন্য নড়েচড়ে বসে আইওএ। গত ৮ জুলাই ভারতের দিল্লিতে আট দেশের অলিম্পিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। সেখানেই নির্ধারিত হয় আগামী বছরের ১০ থেকে ২০ জানুয়ারি ভারতের আসাম ও মেঘালয়ের গৌহাটি এবং শিলংয়ে অনুষ্ঠিত হবে এসএ গেমস। তবে আবারো প্রায় দেড় মাসের মত পিছিয়ে গেছে এসএ গেমসের ১২ তম আসর। এমআর/এমএস

Advertisement