করোনাভাইরাসের সংক্রমণরোধে দুই দফায় লম্বা ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ঢাকাসহ সারা দেশের অনেক নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তবে পথশিশু ও ছিন্নমূল এ সব মানুষের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে থেমে নেই পুলিশের তৎপরতা।
Advertisement
হোম কোয়ারেন্টাইন বাস্তবায়নে ও আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পরও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করছে পুলিশের বিভিন্ন ইউনিট। এরই অংশ হিসেবে পাঁচ শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে দুপুরের খাবার পরিবেশন করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ৮ নং প্লাটফর্মে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শতাধিক পথশিশু ও ছিন্নমূলদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
খাবার পরিবেশনকালে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মহসিন হোসেনসহ রেলওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, ‘আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। করোনাভাইরাস থেকে বাঁচতে যা যা করণীয় সে উপলক্ষে ঢাকা রেলওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটকে সচেতনতামূলক কাজ করতে বলা হচ্ছে।’
তিনি বলেন, ‘করোনার এই দুর্যোগময় মুহূর্তে সবচেয়ে বেশি বিপাকে পথশিশু ও ছিন্নমূল মানুষেরা। তাদের পাশে মানবতার স্বার্থে বিত্তবানরা এগিয়ে আসলে এই দুর্যোগময় মুহূর্তটা আরও ভালোভাবে মোকাবিলা করা সম্ভব।’
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে প্রথম দফায় ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ৯ এপ্রিল তথা শুক্র ও শনিবার মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।
জেইউ/এফআর/পিআর
Advertisement